ডিমলায় দুই ভ্যান লবণ জব্দ
মোঃ বাদশা সেকেন্দার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন ছোট-বড় হাট বাজারে লবন কেনার জন্য মানুষের হিরিক পড়েছিল। জানা যায়, সোমবার দুপুর হতে মিথ্যা গুজবে লবনের দাম বাড়বে বলে জনসাধারনের আনাচে-কানাছে বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন মুদির দোকানদারগণ অতিরিক্ত টাকার বিনিময় লবন বিক্রি করিতে থাকিলে তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের নজরে গেলে দুই জন মুদির দোকানদার কে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখের নেতৃত্বে আটক করেন।
অপর দিকে মুদি দোকানদার সাইফুল ইসলামের গোডাউন হতে দুই ভ্যান লবন নবাবগঞ্জ বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ডিমলা ইসলামিয়া কলেজ মোড় হতে ডিমলা থানা প্রশাসন লবনের ভ্যান দুইটি জব্দ করে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুজনে কান না দেওয়ার জন্য মাইকিং প্রচার প্রচারনা চালাচ্ছে এবং ডিমলা থানা প্রশাসন প্রতিটি হাট-বাজার নজরদারী করছেন।